বাংলাদেশের বাজারে আইফোন-৮ !!!!! - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Saturday, November 4, 2017

বাংলাদেশের বাজারে আইফোন-৮ !!!!!

Responsive Ads Here
i8

বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো আইফোন-৮। আজ রাজধানীর গুলশানে আইফোনের বাংলাদেশের অনুমোদিত ডিলার কম্পিউস্টার প্রাইভেট লিমিটেরডের কার্যালয়ে এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান রাকিবুল কবির।

এসময় উপস্থিত ছিলেন সিপিএল-এর প্রধান নির্বাহী কর্মকর্তা কর্নেল (অব.) মোহাম্মদ আকবর হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক রাজেশ ভিমসারিয়া। আগামী ২ নভেম্বর থেকে সারাদেশে অনুমোদিত ডিলারের কাছ থেকে আইফোন-৮ কেনা যাবে। বর্ণিল তিনটি কালারের এ নতুন আইফোনে থাকছে রেটিনা এইচডি ডিসপ্লে, এ-১১ বায়োনিক চিপ, সিঙ্গেল ও ডুয়েল ক্যামেরা।

উদ্বোধন অনুষ্ঠানে অনুমোদিত ডিলারের কাছ থেকে আইফোন কেনার পরামর্শ দেয়া হয়। এছাড়া কম্পিউস্টার প্রাইভেট লিমিটেরডেরওয়েবসাইটে ঢুকে আইএমইআই নম্বর দিয়ে আইফোন-৮ আসল না নকল সেটি চেক করা যাবে বলেও জানানো হয়।

সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad