তাসকিনের নায়িকা শাহতাজ - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Wednesday, January 24, 2018

তাসকিনের নায়িকা শাহতাজ

Responsive Ads Here
.com/blogger_img_proxy/
দীপঙ্কর দীপনের ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করে প্রচুর প্রশংসিত হন তাসকিন রহমান। ছবিটিতে অসাধারণ অভিনয়ের কল্যাণে সারাদেশে ছড়িয়ে গেছে অস্ট্রেলিয়া প্রবাসী নীল চোখের এই যুবকের ফ্যান-ফলোয়ার। সম্প্রতি তিনি দেশে ফিরেছেন। ব্যস্ত সময় পার করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘যদি একদিন’ সিনেমার শুটিংয়ে। এখানে তাসকিন অভিনয় করছেন ভারতের শ্রাবন্তীর বিপরীতে।

তবে সেই চমক প্রকাশের আগেই তাসকিন রহমান হাজির হচ্ছেন নতুন আয়োজন নিয়ে। প্রথমবারের মতো মিউজিক ভিডিওর মডেল হলেন তিনি। অদিত রহমানের ‘বলে দাও’ শিরোনামের গানের ভিডিওতে দেখা যাবে তাকে। সম্প্রতি শুটিং হওয়া এই ভিডিওতে তাসকিনের নায়িকা হিসেবে কাজ করেছেন সময়ের আরেক আলোচিত মডেল-কণ্ঠশিল্পী শাহতাজ। যিনি মডেলিং-অভিনয়ের বাইরে ‘উড়ে যাই’ শিরোনামের গান গেয়ে ভালোই চমকে দিয়েছেন সবাইকে।
এবার আলোচিত এ দু’জনকেই দর্শক-শ্রোতারা পাচ্ছেন এক ফ্রেমে, একই গানে। ভিডিওতে দুজনের প্রাণবন্ত অভিনয় নতুন মাত্রা যোগ করেছে বলে জানান এর নির্মাতা। এটি নির্মাণ করেছেন তাসকিনেরই বড় ভাই জনপ্রিয় ভিডিও নির্মাতা তানিম রহমান অংশু। গানটির কথা লিখেছেন সোহেল আরমান। সুর করেছেন যৌথভাবে অদিত, হাসিব ও দোলা। সংগীতায়োজনে অদিত।
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ১ ফেব্রুয়ারি অদিত রহমান তার নিজস্ব ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশ করবেন বলে জানান।
অদিত বলেন, ‘গানটি তৈরির পর অংশু ভাই ও আমি যে গল্পের কথা চিন্তা করি সেটার জন্য তাসকিনকেই সবচেয়ে উপযুক্ত মনে হয়েছে। ভিডিওতে সে দুর্দান্ত অভিনয় করেছে। দেখলেই সবাই সেটা বুঝতে পারবেন। তাসকিনের কাজে আমরা মুগ্ধ। শাহতাজও দারুণ করেছে।’
অদিত আরও জানান, ভিডিওটির পোস্টার ও ভিডিও প্রমো ছাড়া হবে দু’একদিনের মধ্যেই।

শাহতাজের গান-ভিডিওঃ
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad