শাকিব খানের 'ভাইজান এলোরে' ছবিতে দীপা খন্দকার - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Sunday, February 25, 2018

শাকিব খানের 'ভাইজান এলোরে' ছবিতে দীপা খন্দকার

Responsive Ads Here
abm
ছোট পর্দার একজন নন্দিত ও গুণী অভিনেত্রী দীপা খন্দকার। নান্দনিক অভিনয় ও শৈল্পিকগুণে প্রশংসিত হয়েছেন বহুবার। চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেলেও চরিত্র পছন্দ না হওয়ায় ফিরিয়ে দিয়েছেন প্রতিবার। অপেক্ষা করছিলেন ভালো কিছুর জন্য। এবার যেন সেই অপেক্ষার পালা শেষ হলো।
কলকাতার জয়দেব মূখার্জীর পরিচালনায় যৌথ প্রযোজনার ছবি ‘ভাইজান এলো রে’তে এবার দেখা যাবে নন্দিত অভিনেত্রী দীপা খন্দকারকে। এ ছবিতে দীপার ভাইজান হচ্ছেন ঢাকাই ছবির চিত্রনায়ক শাকিব খান।
ছবিটি প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, ‘ছবির গল্প শুনেছি আমি। এ ছবিতে মোট তিনটি নারী চরিত্র রয়েছে, একটি আমি আর অন্য দুটি করবেন পশ্চিমবঙ্গের শ্রাবন্তী চ্যাটার্জি ও পায়েল সরকার। আমার দৃষ্টিকোণ থেকেই ছবির নামকরণ করা হয়েছে। এ রকম কিছু একটাই চেয়েছিলাম। আমি আশা করছি দর্শক আমাকে ভালোভাবেই গ্রহণ করবেন। আর এখানে আমার বিপরীতে অভিনয় করবেন কলকাতার শান্তিলাল মুখোপাধ্যায়।’
এখন থেকেই শুটিংয়ের প্রস্তুতি নিতে শুরু করেছেন দীপা। আগামী ৩ মার্চ ভারতে ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এ ছবিতে দীপা খন্দকারের স্বামী অভিনেতা শাহেদ আলীও থাকছেন বলে জানা যায়।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad