ঢাকার উইকেট কেমন হবে, ম্যাচ শুরুর আগে থেকেই এই প্রশ্ন ছিল সবার মুখে মুখে। তবে ম্যাচ শুরুর পর বোঝা গেলো, পুরোপুরি স্পিন বান্ধব। শুরুতেই বলে যেভাবে টার্ন কিংবা আন-ইভেন বাউন্স- তাতে দু’তিনদিন পার হওয়ার পর এই উইকেটের অবস্থা কী হবে তা ভাবতেই অনেকটা শিউরে উঠবেন ব্যাটসম্যানরা। এই উইকেটেই ঘূর্ণি ঝড় তুললেন চার বছর পর টেস্ট একাদশে ফেরা আবদুর রাজ্জাক রাজ এবং নিয়মিত স্পিনার হিসেবে দলে থাকা তাইজুল ইসলাম।
রাজ্জাক-তাইজুলের স্পিন তোপে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ২২২ রানেই থেমে গেলো শ্রীলঙ্কার প্রথম ইনিংস। দিনের ৬৬তম ওভার পর্যন্ত খেলতে পেরেছে কেবল দিনেশ চান্ডিমালের দল। রাজ্জাক এবং তাইজুল- দু’জনই নিয়েছেন ৪টি করে ৮টি উইকেট। বাকি দুই উইকেট নিয়েছেন পেসার মোস্তাফিজুর রহমান। মেহেদী হাসান মিরাজ থাকলেন পুরোপুরি উইকেটশূন্য।
লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন ওপেনার কুশল মেন্ডিস। এছাড়া রোশেন সিলভা ৫৬ রান করে লঙ্কানদের স্কোর ২০০ পার করে দেন।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment