দুবাইয়ে উদ্বোধন হলো বিশ্বের সর্বোচ্চ হোটেল "জিভোরা" - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, February 12, 2018

দুবাইয়ে উদ্বোধন হলো বিশ্বের সর্বোচ্চ হোটেল "জিভোরা"


আন্তর্জাতিক ডেস্ক :
 আকাশচুম্বি ভবনের শহর দুবাইয়ে পর্যটকদের জন্য আরেকটি আকর্ষণীয় স্থাপনা যুক্ত হলো। সোমবার দুবাই উদ্বোধন করা হলো বিশ্বের সর্বোচ্চ হোটেলের।

বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ আল-খলিফা দুবাইতেই অবস্থিত। আবার বিশ্বের সর্বোচ্চ হোটেল জেডব্লিউ ম্যারিয়ন মারকুইসও দুবাইতে। তবে এখন সেই তালিকায় দ্বিতীয় অবস্থানে নামতে হচ্ছে মারকুইসকে। কারণ জিভোরা নামের সুউচ্চ হোটেলটিই এখন থেকে বিশ্বের সর্বোচ্চ হোটেল। অবশ্য ৩৫৫ মিটার উচ্চতার মারকুইস থেকে এর উচ্চতা মাত্র এক মিটার বেশি অর্থাৎ ৩৫৬ মিটার। ৭৫ তলাবিশিষ্ট হোটেলটি লন্ডনের বিগ বেনের চেয়ে তিন গুণ এবং প্যারিসের আইফেল টাওয়ারের চেয়ে ৫৬ মিটার বেশি উঁচু।

জিভোরা হোটেলের অতিথিদের জন্য প্রবেশদ্বারটি স্বর্ণ দিয়ে মোড়ানো। হোটেলের সাজসজ্জা থেকে শুরু করে সবকিছুই বিলাসবহুল। সর্বোচ্চ এই হোটেলটির ছাদে রয়েছে ঘুর্ণায়মান রেস্তোঁরা। এখানে বসে চারদিক থেকে দুবাই শহর দেখা যাবে। দুবাইয়ের শেখ জায়েদ রোডে অবস্থিত হোটেলটিতে অতিথিদের জন্য ৫২৮টি কক্ষ ও সুই্যটস এবং চারটি রেস্তোঁরা রয়েছে। এছাড়া এ ভবনে রয়েছে ছয়টি লিফট ও তিন হাজার ৮৫৯টি সিড়ি।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here