প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।
রোববার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বকুল হলে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়।
এ সময় সেনাবাহিনীকে সর্বাত্মক সহযোগিতা ও আধুনিকায়নে সরকারের নেয়া নানা উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান বিদায়ী সেনাপ্রধান।
পরে প্রধানমন্ত্রীর সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন বাংলাদেশে নবনিযুক্ত নেপালের রাষ্ট্রদূত অধ্যাপক ডক্টর চোপ লাল বোসাল।
আগামীকাল, ২৫ জুন থেকে অবসরে যাচ্ছেন আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। তার স্থলাভিষিক্ত হচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর বিএ-২৪২৪ লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ।
প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ১৮ জুন জারি করা প্রজ্ঞাপনে নতুন সেনাপ্রধান নিয়োগের বিষয়টি উল্লেখ করা হয়।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment