সৌদি প্রবাসীদের আকামা নবায়নে নতুন শর্ত - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, August 1, 2018

সৌদি প্রবাসীদের আকামা নবায়নে নতুন শর্ত

সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের আকামা নবায়ন সম্পন্ন করতে নতুন শর্ত দিয়েছে দেশটির সরকার। এখন থেকে আকামা নবায়ন করতে ‘ইজার নেটওয়ার্কের’ মাধ্যমে আগে বাসাবাড়ির ভাড়ার চুক্তিপত্র (আকদ ইজার) দাখিল করতে হবে।
গত সোমবার সৌদি আরবের শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ণ মন্ত্রণালয় এক যৌথ ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানায়।
এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে জারি করা মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নে বাধ্যতামূলক করা হয় যে, আকামা নবায়নে মক্তব আল আমলের সম্মতি তখনই মিলবে যখন একজন প্রবাসী তার ভাড়াকৃত ফ্ল্যাট, শিগ্গা কিংবা বাড়িভাড়ার বৈধ চুক্তির সকল আনুষ্ঠানিকতা ‘ইজার নেটওয়ার্কের’ মাধ্যমে সম্পূর্ণ করবে।
তবে নতুন অবস্থায় যারা নিজে নিজে কাজটি করতে পারবেন না তাদের জন্য মিডলম্যানের (ওয়াস্তর) মাধ্যমে কাজটি সম্পূর্ণ করার অনুমতিও দিয়েছে মন্ত্রণালয়।
আগামী সেপ্টেম্বর থেকে এই সিদ্ধান্তটি শ্রম মন্ত্রণালয়ে বাস্তবায়িত হবে। তবে এর আগে আগস্ট থেকে চলবে এই আইন সংক্রান্ত সচেতনতামূলক প্রচার-প্রচারণা।
আইনটি কার্যকর হলে প্রবাসীরা ঘরে বসেই প্রতিমাসে কিংবা বাত্সরিক বাড়িভাড়া সাদাদ (ব্যাংক সেবা) দিয়েও পরিশোধ করতে পারবে।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here