ব্রাজিল সরকারের ‘অর্ডার অব রিও ব্রানকো’ উপাধিতে ভূষিত হয়েছেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। বাংলাদেশের সঙ্গে ব্রাজিলের সম্পর্ক উন্নয়নে অবদান রাখায় তাকে এ উপাধি দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়।
সূত্র জানায়, ব্রাজিলের সঙ্গে বাংলাদেশের প্রথম দ্বিপক্ষীয় রাজনৈতিক পর্যালোচনা শুরুর জন্য পররাষ্ট্র সচিব এম শহীদুল হক অগ্রণী ভূমিকা পালন করেন। এছাড়া, দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে জোরালো পদক্ষেপ নেন তিনি। পররাষ্ট্র সচিবের এই বিশেষ ভূমিকার স্বীকৃতি স্বরূপ ব্রাজিল সরকার তাকে ‘অর্ডার অব রিও ব্রানকো’ উপাধিতে ভূষিত করে।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment