মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুর জেলার রাজৈরে বিভিন্ন কোচিংয়ে অভিযান চালিয়ে ৪ শিক্ষককে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকালে রাজৈর ও টেকেরহাটে এ অভিযান চালানো হয়।
র্যাব-৮ কমান্ডার রইস উদ্দিন জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী প্রশ্ন ফাঁস রোধ ও সুষ্ঠুভাবে এসএসসি পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে মাদারীপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেনকে নিয়ে এ অভিযান চালান র্যাব-৮ এর সদস্যরা।
রাজৈর উপজেলায় অভিযান চালিয়ে অন্তর কোচিং সেন্টার ও প্রত্যয় কোচিং সেন্টারের শিক্ষক অখিল পাল, নৃপেন বসু, পলাশ মন্ডল ও অশীম মন্ডলকে ১ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়। এ সময় ৬ জন শিক্ষকের কাছ থেকে সরকারের নির্দেশিত সময়ে কোচিং বন্ধ না রাখায় মুচলেকা নেওয়া হয়।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment