ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রির অভিযোগে ১ যুবককে আটক করেছে র্যাব। বুধবার দিবাগত রাত ১টার দিকে জেলার সালথা উপজেলার যুগিকান্দা গ্রাম থেকে ওই যুবককে আটক করা হয়।
আটক যুবকের নাম মো. রাজীব হোসেন (১৯)। তিনি ওই গ্রামের মো. সোনা মিয়ার ছেলে। রাজীব সালথা কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র।
র্যাব-৮ ফরিদপুর কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, গভীর রাতে র্যাবের একটি দল জানতে পারে সালথায় একটি চক্র আসন্ন এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্ন পত্র বিক্রি করছে। সংবাদ পেয়ে র্যাব অভিযান চালিয়ে রাজীবকে আটক করে। রাজীবের কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
তিনি আরো জানান, রাজীব দক্ষ মোবাইল টেকনিশিয়ান। তিনি প্রতারণার উদ্দেশ্যে এসএসসি পরীক্ষাসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র অর্থের বিনিময়ে অসদুপায়ে সরবরাহ করার জন্য একটি ওয়েব পেইজ চালু করে। ইতিমধ্যে এসএসসি পরীক্ষার্থীদের অগ্রিম প্রশ্নপত্র সরবরাহ করার লোভ দেখিয়ে প্রতারণামূলকভাবে নিজের বিকাশ একাউন্টে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়।
আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে এই প্রতারণার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। আটক রাজীবকে সালথা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment