নবনির্বাচিত নারী এমপিরা সংসদে যোগ দিচ্ছেন রোববার - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, February 23, 2019

নবনির্বাচিত নারী এমপিরা সংসদে যোগ দিচ্ছেন রোববার

সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) আগামীকাল রোববার সংসদ অধিবেশনে যোগ দেবেন। 
গত ২০ ফেব্রুয়ারি শপথ নিলেও এতদিন সংসদ অধিবেশন না থাকায় তারা অধিবেশনে যোগ দিতে পারেননি। টানা চারদিন বিরতির পর চলতি সংসদের মুলতবি বৈঠক শুরু হচ্ছে রোববার। এদিন বিকেল পৌনে পাঁচটায় মুলতবি বৈঠক শুরু হবে। এদিনই অধিবেশনে যোগ দেয়ার সুযোগ পাবেন তারা।
গত ১৯ ফেব্রুয়ারি সংসদের অধিবেশন ২৪ তারিখ পর্যন্ত মুলতবি করা হয়। এই অধিবেশন কতদিন চলবে তা এখনও জানানো হয়নি। 
গত ২০ ফেব্রুয়ারি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনের শপথ কক্ষে শপথ বাক্য পাঠ করান। এসময় আওয়ামী লীগের ৪৩ জন, ওয়ার্কার্স পার্টির একজন, স্বতন্ত্র একজন এবং জাতীয় পার্টির চারজনসহ মোট ৪৯ জন অংশ নেন। বিএনপি সংসদে না যাওয়ার সিদ্ধান্ত নেয়ায় তাদের একটি আসন শূন্য রয়েছে। এর আগে ৩০ জানুয়ারি বর্তমান সংসদের যাত্রা শুরু হয়।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here