মাদারীপুরে ইয়াবাসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Sunday, February 24, 2019

মাদারীপুরে ইয়াবাসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার

Responsive Ads Here
mada.1
মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা। আজ রোববার দুপুরে সদর উপজেলার শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন শান্তিনগর এলাকার মৃত আ. ওয়াহেদ শেখর ছেলে মো. ইয়াছিন শেখ (৪০) ও সদর উপজেলার পূর্বরাস্তি এলাকার মৃত তৈয়ব আলী শিকদারের ছেলে আরিফ শিকদার (৪২)।

র‌্যাব-৮ এর সূত্র মতে, শান্তিনগর এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‌্যাব। অভিযানে একটি বাসা থেকে ইয়াছিন ও আরিফকে একসাথে গ্রেপ্তার করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে ২০৫টি ইয়াবাসহ ২৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বলেন, ‘ইয়াছিন একজন পেশাদার মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় একাধিক মাদক মামলা ও গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন যাবৎ তিনি ও তার সহযোগী আরিফ সদর থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। আসামিদের বিরুদ্ধে উদ্ধারকৃত ইয়াবা ও টাকাসহ মাদারীপুর সদর মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।’
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad