মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর পল্লীবিদ্যুৎ সমিতির ৩২তম বার্ষিক সদস্য সভা আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
কালকিনি পল্লীবিদ্যুৎ সমিতির ডিজি এম আক্তার হোসেনের পরিচালনায় ও বিলকিস ফাহমিদার সহযোগীতায়, ফদিরপুর জোনের তত্বাবধায়ক প্রকৌশলী, মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে সমিতির মস্তফাপুর প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-২ আসনের সাংসদ সদস্য ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান ও বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, শরীয়তপুর নির্বাহী প্রকৌশলী সুনিল কুমার ঘোষ, মাদারীপুর পল্লীবিদ্যুৎ সমিতি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন, গোপালগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. সাইফুল ইসলামসহ সমিতি বর্তমান ও সাবেক পরিচালকবৃন্দ।
অনুষ্ঠানের শেষার্ধে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment