মাদারীপুর প্রতিনিধিঃ ‘বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রগতির মূল শক্তি’ এই শ্লোগানে মাদারীপুরে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে।
মঙ্গলবার বিকেলে ৪০তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ২০১৯ উপলক্ষে শহরের শকুনি লেকের মুক্তমঞ্চে এই মেলার শুভ উদ্বোধন করা হয়।
মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নুর হোসেন সজলের সভাপতিত্বে মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজাহারুল ইসলাম, ডেপুটি নেজারত কালেক্টর (এনডিসি) আবিদুর রহমান।
মেলায় অন্তত অর্ধশত বিদ্যালয়ের স্টল বসানো হয়। স্টলগুলোতে বিজ্ঞান বিষয়ের উপর তার ব্যবহার তুলে ধরা হয়।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment