যশোরের শার্শায় বাসের ধাক্কায় নসিমনচালক নিহত - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Saturday, June 29, 2019

যশোরের শার্শায় বাসের ধাক্কায় নসিমনচালক নিহত

Responsive Ads Here
Benapole
যশোরের শার্শায় যাত্রীবাহী বাসের ধাক্কায় গরু বহনকারী একটি নসিমনের চালক নিহত হয়েছেন। এসময় নসিমনে থাকা গরু ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। শনিবার দুপুরে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের উপজেলার জামতলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নসিমন চালকের নাম টুটুল হোসেন (৩৮)। তিনি ঝিকরগাছা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মোকছেদ আলীর ছেলে। আহত গরু ব্যবসায়ী শফিকুল ইসলামের (৩০) বাড়িও একই উপজেলায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
নাভারন হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রফিক উদ্দিন বলেন, টুটুল নসিমন করে গরু নিয়ে ঝিকরগাছা থেকে সাতমাইল পশুর হাটে যাচ্ছিলেন। নসিমনটি জামতলা বাজারে পৌঁছালে যশোর থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি বাস (যশোর-জ-১১-০১২৫) নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নসিমন চালক টুটুল নিহত হন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর চালক ও তার সহকারী পালিয়ে গেলেও বাসটি আটক হয়েছে বলে জানান এসআই।

No comments:

Post a Comment

Post Top Ad