মাদারীপুরের দুধখালী ইউনিয়নে গরু জবাইয়ের সময় কসাইয়ের ছুরি পেটে ঢুকে শিশুর মৃত্যু - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Monday, August 12, 2019

মাদারীপুরের দুধখালী ইউনিয়নে গরু জবাইয়ের সময় কসাইয়ের ছুরি পেটে ঢুকে শিশুর মৃত্যু

Responsive Ads Here
dcc.4.1
কোরবানির গরু জবাই করার সময় অসাবধানতাবশত কসাইয়ের হাত থেকে ছুরি ছুটে গিয়ে এক শিশুর পেটে ঢুকে গেছে। এতে ওই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে। মৃত শিশুটির নাম মৌমিতা আক্তার (১০)। সে দুধখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী এবং দুধখালী ইউনিয়নের উত্তর দুধখালী বড়কান্দি গ্রামের আনোয়ার ব্যাপারীর মেয়ে। মৌমিতার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে বাড়ির লোকজন উঠানে কোরবানির গরু জবাই করতে শুরু করে। এ সময় কয়েকজন শিশু দাঁড়িয়ে তা দেখছিল। একপর্যায়ে গরু নাড়াচাড়া করলে কসাইয়ের হাতে থাকা ছুরি ছুটে গিয়ে মৌমিতার পেটে ঢুকে যায়। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায় মৌমিতা। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
দুধখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য নাসির উদ্দিন বলেন, বাড়ির লোকজন গরু জবাই করছিল। রগ কাটার সময় গরুটি নাড়াচাড়া করছিল। এ সময় কসাইয়ের হাতে থাকা ছুরি ছুটে গিয়ে মৌমিতার পেটে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শিশুটির।
মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শশাঙ্ক ঘোষ বলেন, ছুরির আঘাত মৌমিতার পেটের ভেতর থেকে শুরু করে ফুসফুস পর্যন্ত লেগেছে। এটি বড় ধরনের আঘাত। হাসপাতালে আনার অনেক আগেই শিশুটির মৃত্যু হয়। পরে নিহতের স্বজনরা মৌমিতার মরদেহ বাড়িতে নিয়ে যায়।
মাদারীপুর সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবার থেকেও কোনো অভিযোগ দেয়নি। তবে বিষয়টি খুবই দুঃখজনক।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad