মাদারীপুরে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Sunday, August 25, 2019

মাদারীপুরে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

Responsive Ads Here
j1
মাদারীপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ইউসুফ ফিলিং স্টেশন সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনের চারতলা থেকে পড়ে মনির হোসেন (২৭) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত মনির সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের টুবিয়া এলাকার (মাদারীপুর পৌরসভার পরিচ্ছন্ন কর্মী) শামচু শেখের ছেলে।
হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের টুবিয়া গ্রামের শামচু শেখের ছেলে মনির হোসেন শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ইউসুফ ফিলিং স্টেশন সংলগ্ন ফয়সাল ট্রেডার্স নামের এক ব্যবসায়ীর নির্মাণাধীন ভবনের চারতলায় ছাদের সেন্টারিংয়ের কাজ করছিল। সেন্টারিংয়ের কাজ করা অবস্থায় হঠাৎ করে বাঁশ ও কাঠের তৈরী মাঁচান ভেঙে নিচে পড়ে যায় মনির। এ সময় তার অন্য সহকর্মীরা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মনির প্রায় ১২ বছর ধরে রাজ মিস্ত্রীর কাজ করে আসছিল।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মাহবুব আবির বলেন, ‘একটি নির্মাণাধীন ভবনের ওপর থেকে পড়া এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন। আমরা চেকআপ করে দেখি সে মারা গেছে। তার মাথায় প্রচন্ড জখম হয়েছিল।’
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad