মাদারীপুর সদর উপজেলার পাতিলাদি গ্রামে সাপের ছোবলে শীলা আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের আলমগীর ফরাজীর স্ত্রী শীলা আক্তার রবিবার সকালে পাটের আঁশ শুকাতে দিতে গেলে একটি বিষাক্ত সাপ তাকে ছোবল দিলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজে নেওয়ার পথে তিনি মারা যান।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের আলমগীর ফরাজীর স্ত্রী শীলা আক্তার রবিবার সকালে পাটের আঁশ শুকাতে দিতে গেলে একটি বিষাক্ত সাপ তাকে ছোবল দিলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহতের মামাতো ভাই মো. আল-আমিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষাক্ত সাপের ছোবলে আমার বোন মারা গেছে।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment