আকর্ষণীয় ‘বিমান অটো’ বানালেন মাদারীপুরের ওমর ফারুক - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, October 29, 2019

আকর্ষণীয় ‘বিমান অটো’ বানালেন মাদারীপুরের ওমর ফারুক

মাদারীপুর সদর উপজেলার উত্তরদূধখালি শিকদার কান্দির বাসিন্দা ওমর ফারুক শিকদার আকর্ষণীয় বিমান অটো বানিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছেন। এটি দেখতে তার বাড়িতে ভিড় জমাচ্ছেন শত শত উৎসুক মানুষ। কৌতূহল বসত এতে চড়ছেন অনেকেই,করছেন উপভোগও। এতে লোকমুখে প্রশংসিত তিনি। এখন সেই ওমর ফারুকের একটি আবদার- প্রধানমন্ত্রীকে এ বিমান অটোতে চড়াতে চান।

নিজে নকশা তৈরি করে অটোকে বিমানের রূপ দিয়েছেন ওমর ফারুক। শুধু তাই-ই নয় তার এ ‘অটো বিমানে’ রয়েছে মোবাইল, ল্যাপটপ, পানি রাখার জায়গা। এমনকি রয়েছে এসিও।
ওমর ফারুক শিকদার বলেন, আমি যখন মালয়েশিয়াতে ছিলাম তখন একটা গ্যারেজে কাজ করতাম। আমার এক স্যার ছিলেন যার একটি হেলিকপ্টার ছিল। তিনি আমাকে ঘুরতে নিয়ে যেতেন। তার হেলিকপ্টারের ডিজাইন আমার অটোর সামনের ডিজাইন একই।
অকটেন চালিত অটোটি তৈরি করতে ৩ লাখ টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন ওমর ফারুক। তিনি বলেন, গাজীচর কলাবাড়ী আমার মামা নকশা দেখে অটোটি আমাকে তৈরি করে দেন।
ওমর ফারুক বলেন, দেশের দরিদ্র মানুষ বিমানে চড়তে পারেন না। তাদের এই গাড়িতে উঠিয়ে আমি খুবই শান্তি পাই।
তিনি জানান, এটি চালিয়ে প্রতিদিন দেড় থেকে ২ হাজার টাকা আয় হয় তার। বিয়ে বাড়ির যাত্রীই বেশি হয়।
ওমর ফারুক তার সেই বিমানে করে প্রধানমন্ত্রীকে ঘোরাতে চান। তার কথায়, ‘প্রধানমন্ত্রী যদি আমার সেই চাওয়া পূরণ করতেন তাহলে নিজেকে ধন্য মনে করতাম’।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here