মাদারীপুরে সোমবার (২৭ জানুয়ারী) শুরু হয়েছে বঙ্গবন্ধু ন্যাশনাল স্কুল ক্রিকেট জেলা রাউন্ডের খেলা। জেলার আচমত আলী খান স্টেডিয়াম মাঠে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে ইউনাইটেড ইসলামিয়া সরকারী উচ্চ বিদ্যালয় ও আচমত আলী খান পাবলিক স্কুল এন্ড কলেজ।
খেলা উদ্বোধন করেন মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবাইদুর রহমান খান। পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক গোলাম কবির, ক্রিকেটে কমিটির সাধারণ সম্পাদক জামিল হোসেন মনির, ক্রিকেট সংস্থার সদস্য শহীদুজ্জামান সুরুজ প্রমুখ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি’র আয়োজনে ও প্রাইম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ২০ জানুয়ারী দেশের ৬৪ জেলায় শুরু হয় বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট ২০১৯-২০। মাদারীপুরে ৮টি স্কুলসহ সারা দেশের ৫৫৬টি স্কুলের প্রায় ১১ হাজার ক্ষুদে ক্রিকেটার অংশ নেবে স্কুল ক্রিকেটের এ জাতীয় আসরে।
৬৪ জেলার চ্যাম্পিয়ন দলের অংশগ্রহণে হবে বিভাগীয় চ্যাম্পিয়নশিপ, ৭ বিভাগীয় চ্যাম্পিয়ন ও ঢাকা মেট্রোর সেরা দলের অংশগ্রহণে হবে জাতীয় চ্যাম্পিয়নশীপ। দেশের ৭০ ভেন্যুতে হবে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট ২০১৯-২০২০’র ৯৬০ ম্যাচ। আগামী ১২ ফেব্রুয়ারী পর্যন্ত টুর্নামেন্ট চলবে।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment