মাদারীপুর প্রতিনিধিঃ ‘সবাই মিলে হাত মেলাই, নিরাপদ খাদ্য নিশ্চিত চাই’ এই স্লোগানকে সামনে রেখে আজ মাদারীপুরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালন করা হয়।
দিবসটি উপলক্ষে রবিবার সকালে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: ওয়াহিদুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক জি.এম.এ গফুর, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সেফাউর রহমান, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস আক্তার, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুর জেলার সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস, বিসমিল্লাহ এগ্রো ফুডের স্বত্ত্বাধিকারী তাওহহিদুল ইসলাম বিপ্লবসহ সরকারী কর্মকর্তা, সাংবাদিক এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় নিরাপদ খাদ্য সংরক্ষণে নানা বিষয়ে আলোচনা করা হয়।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment