মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে গত ২৪ ঘন্টায় (১৪ মে) নতুন করে একজন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্ত শনাক্তদের মধ্যে রাজৈর উপজেলার ৩ জন এবং কালকিনি উপজেলায় ১ জন। ফলে এ রিপোর্ট লেখা পর্যন্ত মাদারীপুরে করোনা ভাইরাসে শনাক্ত সংখ্যা পূর্বের ৫৭ জন।
মাদারীপুর স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪ জন করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে তিনজনের বাড়ি রাজৈর উপজেলায় এবং একজন কালকিনি উপজেলায় জেলায় এ পর্যন্ত শনাক্তের সংখ্যা ৫৭ জন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা যায়, গত ২৪ ঘন্টায় আরও ১৩১ জনের নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয় এবং ১১২ জনের রিপোর্ট প্রাপ্ত হয়েছেন। মাদারীপুর থেকে ৩ এপ্রিল থেকে অদ্য পর্যন্ত ১১৯১ জনের নমুনা করোনা ভাইরাস পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে এবং মোট ১০৫৮ টি রিপোর্ট পাওয়া গেছে।
স্বাস্থ্য বিভাগ মতে, জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা ৫৭ জন। এর মধ্যে শিবচর উপজেলায় ২৪ জন, সদর ১০ জন, রাজৈর উপজেলায় ২১ জন এবং কালকিনি উপজেলায় ২ জন।
এ পর্যন্ত মোট সুস্থ ৩৭ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৮ জন এবং দুইজন মৃত্যুবরণ করেন।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment