সিলেট নগরের বন্দরবাজারের কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম মুফতি জমিরের ইন্তেকাল - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Sunday, June 14, 2020

সিলেট নগরের বন্দরবাজারের কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম মুফতি জমিরের ইন্তেকাল

Responsive Ads Here
104169381_2947387222037728_3975126184684110407_n.jpg?_nc_cat=100&_nc_sid=8024bb&_nc_eui2=AeH8yaQkmTdtM2BPEivkipSYgB_4EHf0bi6AH_gQd_RuLrNBFUSND2NScEGwdxo8gjUuFViWIXl6PYF_im4m5YQ3&_nc_ohc=7O_iPyk1DtIAX-v1d8E&_nc_ht=scontent.fdac7-1
সিলেট নগরের বন্দরবাজারের কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম প্রখ্যাত আলেম ক্বারী মাওলানা মুফতি জমির উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন মুফতি জমির উদ্দিন। গত শুক্রবারও তিসি কুদরত উল্লাহ জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন।
মাওলানা জমির উদ্দিন দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে নগরের অন্যতম প্রধান মসজিদ কুদরত উল্লাহ জামে মসজিদে ইমামতি করেছেন। তার গ্রামের বাড়ি দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের দক্ষিণ করিমপুর গ্রামে। মরহুমের নামাজে জানাজা রোববার দুপুর ২টায় কুদরতউল্লা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
এদিকে মাওলানা জমির উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্সের মোতয়াল্লি মো. বদরুল ইসলাম ও সেক্রেটারি মুকতাবিস-উন-নূর। এক শোক বার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad