মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের শিবচরে বালুবাহী ট্রাক চাপায় এক মটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে। পুলিশ ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে। দুটি বালুবাহী ট্রাকের আগে যাওয়ার পাল্লায় এই দূর্ঘটনাটি ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলার মাদবরচর ইউনিয়নের খালেক মোড়লের ছেলে হারুন মোড়ল (৩০) মটরসাইকেল চালিয়ে শিবচর থেকে বাড়ি ফিরছিল। এ সময় মটরসাইকেলের পিছনে শিবচর থেকে দুটি বালুবাহী ট্রাক নিজেদের আগে যাওয়ার পাল্লা দিয়ে দ্রুতগতিতে আসছিল। তার মটরসাইকেলটি পাচ্চর- শিবচর সড়কের পাচ্চর উচ্চবিদ্যালয়ের সামনে পৌছলে পিছন থেকে আসা একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করেছে। পুলিশ ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে।
শিবচর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, বালুবাহী ট্রাক চাপায় ঘটনাস্থলেই এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলার মাদবরচর ইউনিয়নের খালেক মোড়লের ছেলে হারুন মোড়ল (৩০) মটরসাইকেল চালিয়ে শিবচর থেকে বাড়ি ফিরছিল। এ সময় মটরসাইকেলের পিছনে শিবচর থেকে দুটি বালুবাহী ট্রাক নিজেদের আগে যাওয়ার পাল্লা দিয়ে দ্রুতগতিতে আসছিল। তার মটরসাইকেলটি পাচ্চর- শিবচর সড়কের পাচ্চর উচ্চবিদ্যালয়ের সামনে পৌছলে পিছন থেকে আসা একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করেছে। পুলিশ ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে।
শিবচর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, বালুবাহী ট্রাক চাপায় ঘটনাস্থলেই এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment