মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে আড়িয়াল খা নদীর ভাঙনে ও বন্যার পানিতে ক্ষতিগ্রস্থ গরীব-অসহায় মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন সাবেক নৌমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া তিনি আড়িয়াল খা নদীর ভাঙনে শহর রক্ষা বাধের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতীম সাহা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও শাজাহান খানের স্থানীয় প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. এজাজুর রহমান আকন, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক খায়রুল হাসান নিটুল খন্দকার, পাঁচখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম আক্তার হাওলাদার, সাবেক চেয়ারম্যান আব্দুর রশীদ গৌড়া, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম মুন্সী, জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি ও শাজাহান খানের বড় ছেলে মো. আসিবুর রহমান খান প্রমুখ।
এ সময় সাবেক নৌমন্ত্রী ও সাংসদ শাজাহান খান বলেন, ‘বন্যা শুধু মাদারীপুরে নয়, বহু স্থানে ক্ষতি করেছে। মাদারীপুরে ক্ষতিগ্রস্থরা কেউ না খেয়ে থাকবে না। সবার ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া হবে। আর নদীর ভাঙনে ক্ষতিগ্রস্থরা প্রত্যেকের নামের তালিকা করা হচ্ছে। তাদের নগদ সহায়তা ও পূর্ণবাসন ব্যবস্থা করা হবে।’
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment