অবশেষে বগুড়ার ধুনটের কালেরপাড়া ইউনিয়ন পরিষদের কার্যক্রম শুরু - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Sunday, August 23, 2020

অবশেষে বগুড়ার ধুনটের কালেরপাড়া ইউনিয়ন পরিষদের কার্যক্রম শুরু

Responsive Ads Here
IMG_20200823_232418
বগুড়া প্রতিনিধিঃ বগুড়া ধুনটের ২নং কালের পাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে মোঃ বিপ্লব হোসেন নির্বাচিত হয়েছেন।

২৩ আগষ্ট রবিবার বিকেল ৩ টায় ২ নং কালের পাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার জনাব সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে সকল সদস্যের মতামত শুনানী অন্তে ০৮ (আট) নং ওয়ার্ডের সদস্য জনাব মোঃ বিপ্লব হোসেন ০৮ (আট) ভোট পেয়ে প্রথম প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে অত্র ইউনিয়ন পরিষদের ১২ জন সদস্য-সদস্যার উন্মুক্ত ভোটের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে ১ নং প্যানেলে মোঃ বিপ্লব হোসেন ০৮(আট) ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ রফিকুল ইসলাম ০৪ (চার) ভোট, ২ নং প্যানেলে মোঃ আব্দুল হান্নান আকন্দ ০৮ (আট) ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ছাইফুল ইসলাম (০৪) ভোট এবং ৩য় প্যানেলে মোছাঃ চায়না খাতুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এতে দীর্ঘদিন ধরে কালেরপাড়া ইউনিয়ন পরিষদের কার্যক্রম বন্ধ থাকার অবসান হলো।

২৩ তারিখ দৈনিক বিশ্ব মানচিত্র, দৈনিক তৃতীয়মাত্রা সহ বেশ কয়েকটি পত্রিকায়, ধুনটের কালের পাড়া ইউনিয়নে সকল কার্যক্রম দীর্ঘদিন ধরে অচল অবস্থা- শিরোনামে খবর ছাপা হয়।                 

এক নং প্যানেল  চেয়ারম্যান পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করে  - রফিকুল ইসলাম চাঁন  পেয়েছেন ০৪ ভোট  এবং বিপ্লব  হোসেন ০৮ ভোট পেয়ে বিজয় লাভ করেন। ২ নং প্যানেল  চেয়ারম্যান পদে  দুই জন প্রার্থী  প্রতিদ্বন্দ্বীতা করে  সাইফুল ইসলাম পেয়েছেন ০৪ ভোট এবং  আব্দুল  হান্নান আকন্দ ০৮ ভোট পেয়ে ২নং প্যানেল চেয়ারম্যান  নির্বাচিত হন। ৩ নং প্যানেল  চেয়ারম্যান পদে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় , বিনা প্রতিদ্বন্দ্বীতায় ০৪, ০৫ ও ০৬ নং সংরক্ষিত মহিলা আসনের চায়না খাতুন প্যানেল চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হন।

এখন থেকে  বিপ্লব হোসেন ২ নং কালেরপাড়া  ইউনিয়ন পরিষদের  ভারপ্রাপ্ত  চেয়ারম্যান  হিসাবে দায়িত্ব পালন করবেন। শান্তিপুর্নভাবে স্বচ্ছ নির্বাচন শেষে ধুনট উপজেলা নির্বাহী অফিসার জনাব সঞ্জয় কুমার মহন্ত, বিজয়ীদের নাম ঘোষনা করেন।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad