মাদারীপুর প্রতিনিধিঃ জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মাদারীপুরে এক বৃদ্ধার ওপর হামলার ঘটনা ঘটেছে। ভাংচুর করা হয়েছে তার ঘরবাড়ি। সালমা বেগম (৫৫) নামে আহত ওই বৃদ্ধা হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রতিপক্ষের ভয়ে বাড়ি ফিরতে পারছে না তার স্বামী ও সন্তানরা।
গত মঙ্গলবার মারধর ও ভাংচুরের ঘটনা ঘটলেও শুক্রবার (২১ আগস্ট) দুপুরে পলাতক অবস্থায় সাংবাদিকদের এ তথ্য জানান বৃদ্ধার স্বামী আবুল বাশার চৌধুরী ও তার মেয়েরা।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের শম্ভুক গ্রামে বাবুল হাওলাদার ও আবুল বাশার চৌধুরীর সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে ইতোপূর্বে তাদের মধ্যে হামলার ঘটনাও ঘটেছে। মঙ্গলবার বিকেলে বাশার চৌধুরী তার বড় মেয়েকে নিয়ে শিবচর থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করতে যান। থানায় যাওয়ার খবর পেয়ে সন্ধায় বাবুল হাওলাদার তার লোকজন নিয়ে আবুল বাশার চৌধুরীর ঘরে ঢুকে তার স্ত্রী সালমা বেগমকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা সালমা বেগমকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
চিকিৎসাধীন সালমা বেগমের মেয়ে মাসুদা আক্তার জানান, আমার ভাগ্নে আল আমিন ঘটনার আগের দিন আমাদের বাড়িতে বেড়াতে আসে। হামলাকারীরা তাকে ধরে নিয়ে আটকে রেখে বেদম মারপিট করে। এ ঘটনা পুলিশকে জানালে শেখপুর পুলিশ ফাঁড়ির পুলিশ গিয়ে হামলাকারীদের কাছ থেকে তাকে উদ্ধার করে। সন্ত্রাসীরা হামলা চালিয়ে আমার ছোট ভাই শাকিলসহ (১৫) আরও কয়েকজনকে গুরুতর আহত করে। ঘরবাড়ি ভাংচুরের ঘটনার চারদিন পেরিয়ে গেলেও কেউ আমাদের কেউ খোঁজ নেয়নি।
তিনি আরও বলেন, ওই গ্রামে আমাদের একটিই বাড়ি। প্রতিপক্ষরা আমাদের একা পেয়ে বাড়িঘরে হামলা করে ভাঙচুর ও লুটপাট করে। আবার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এখন আমরা মিথ্যা মামলার কারণে পুলিশ ও সন্ত্রাসীদের ভয়ে আমরা বাড়ি যেতে পারছি না।
এ বিষয়ে বাবুল হাওলাদারের বড় বোন আঁখিমন বলেন, ‘তাদের সঙ্গে আগে থেকেই বিরোধ ছিল। আমি মহিলা মানুষ বাড়িতে ছিলাম। আমার ভাই দলবল নিয়ে বাড়িঘর ভাঙচুর করছে কি-না জানি না। মারামারির কথা শুনে দৌড়ে গিয়ে দেখি আবুল বাশার চৌধুরীর ঘরবাড়ি ভাঙচুর করা।’
শিবচর থানার উপ-পরিদর্শক সেলিম মিয়া জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। তাৎক্ষণিক পরিস্থিতি সামাল দিতে দুইপক্ষের দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষ থেকে দুটি মামলা করা হয়েছে।
শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনার পরদিনই অভিযুক্ত বাবুল হাওলাদারসহ দুজনকে গ্রেফতার করে মাদারীপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment