মাদারীপুরে ভুয়া জাতীয় পরিচয়পত্রসহ ৩০ বছর বয়সী রোহিঙ্গা যুবক আটক - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, September 3, 2020

মাদারীপুরে ভুয়া জাতীয় পরিচয়পত্রসহ ৩০ বছর বয়সী রোহিঙ্গা যুবক আটক

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে মাছুম আহম্মদ নামে ৩০ বছর বয়সী এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর সদর হাসপাতাল থেকে তাকে আটক করে পুলিশে সোর্পদ হয়। তার বাবার নাম জয়নাল আবেদীন।

এ সময় মাছুমের কাছে ভুয়া একটি ন্যাশনাল আইডি কার্ড জব্দ করা হয়েছে। যার ঠিকানা দেয়া আছে সিলেট জেলার কানাইঘাট আগফৌদ নারাইনপুর।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোহাম্মদ আব্দুল হান্নান জানান, সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসে মাছুম নামে ওই ব্যক্তি। হাসপাতাল কর্তৃপক্ষ তার কথাবার্তা শুনে সন্দেহ মনে করলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে জিজ্ঞাসাবাদ শেষে মাছুমকে থানায় নিয়ে আসে। 

অতিরিক্ত পুলিশ সুপার তিনি আরো জানান, সে মিয়ানমার থেকে অনেক বছর আগে বাংলাদেশে প্রবেশ করে। পরে সিলেট জেলার এক দালালের মাধ্যমে তৈরী করে ভুয়া ন্যাশনাল আইডি কার্ড। আইনী প্রক্রিয়া শেষে থানা পুলিশের মাধ্যমে মাছুমকে রোহিঙ্গা ক্যাম্পে স্থানান্তর করা হবে বলেও জানান তিনি।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি এবং ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here