মাদারীপুরের কালকিনিতে অপহৃত তরুনীকে উদ্ধার ও একজন গ্রেফতার - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Thursday, September 3, 2020

মাদারীপুরের কালকিনিতে অপহৃত তরুনীকে উদ্ধার ও একজন গ্রেফতার

Responsive Ads Here
Madaripur5
মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি হতে অপহরণের ৪০ দিন পর অপহৃত এক তরুণীকে উদ্ধার করেছে মাদারীপুর র‌্যাব ৮। এসময় অপহরনকারীকে গ্রেফতার করা হয়। বুধবার দিবাগত মধ্যরাতে জেলার কালিকিন উপজেলার সাহেবরামপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে অপহৃত তরুনীকে উদ্ধার ও অপহরনকারীকে গ্রেফতার করে র‌্যাব।
র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দলের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে বুধবার রাত আড়াইটার দিকে কালকিনি থানার সাহেবরামপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃতাসহ অপহরণকারীকে গ্রেফতার করে।
ঘটনার বিবরণে জানা যায় গত ২২ জুলাই ২০২০ তারিখ আসামী আল আমিন ভূক্তভোগী মেয়েটিকে জোরপূর্বক অপহরণ করে। এই ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে ঢাকা, চকবাজার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন এবং অভিযুক্তকে গ্রেফতার ও অপহৃত মেয়েটিকে উদ্ধারের জন্য র‌্যাবের সহযোগীতা কামনা করেন। এর প্রেক্ষিতে বুধবার রাত আড়াইটার দিকে মাদারীপুর জেলার কালকিনি থানাধীন সাহেবরামপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারী মোঃ আল আমিন ওরফে অরণ্য(২০)কে গ্রেফতার করা হয় এবং অপহৃত তরুণীকে উদ্ধার করা হয়। আটককৃত আসামী এবং উদ্ধারকৃত ভিকটিমকে মাদারীপুর জেলার কালকিনি থানায় হস্তান্তর করা হয়েছে।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি এবং ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad