মা ইলিশ রক্ষায় পদ্মানদীতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার (১৭ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে জেলা-উপজেলা মৎস্য বিভাগ ও ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, উপজেলা সিনিয়র মৎস্য কর্তকর্তা এটিএম শামসুজ্জামানসহ শিবচর থানা ও নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা।
মাদারীপুর মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, মা ইলিশ রক্ষায় পুরো জেলাজুড়ে আমাদের অভিযান চলবে। পদ্মানদীর শিবচর অংশে শনিবার রাতে আমাদের অভিযানে ২২ জেলেকে আমরা আটক করেছি।
রাতেই জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়া জব্দ করা ইলিশগুলো স্থানীয় এতিমখানায় দেওয়া হয়েছে।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোন লেখা বা ছবি এবং ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ
No comments:
Post a Comment