![]() |
ছবিঃ ওমর ফারুক |
রোববার সন্ধ্যা পৌনে ৮টার দিকে এ ককটেল হামলার ঘটনা ঘটে। তবে হামলার সময় ওমর ফারুক বাড়িতে ছিলেন না।
যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা পৌনে ৮টার দিকে কে বা কারা ওমর ফারুকের বাসার সামনে ৫ থেকে ৬টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ধানমণ্ডি থানা পুলিশ দুজনকে আটক করেছে বলেও জানান ইকবাল মাহমুদ। তবে আটককৃতদের নাম বলতে পারেননি তিনি। একই সময়ে ওই রাস্তায় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও খবর পাওয়া গেছে।
No comments:
Post a Comment