কচি খন্দকারের ‘আসিতেছে দুটি মন দুটি আশা’ - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, November 2, 2014

কচি খন্দকারের ‘আসিতেছে দুটি মন দুটি আশা’


ছবিঃ মোশাররফ করিম ও নওশাবা

ছবিঃ কচি খন্দকার
কচি খন্দকারের রচনা ও পরিচালনায় নির্মিত হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘আসিতেছে দুটি মন দুটি আশা’।
কচি খন্দকার বলেন, ‘জেলা শহরের গল্প এটি। যারা জেলা শহরে বেড়ে উঠেছে বা জেলা শহরের সঙ্গে যোগাযোগ আছে তারাই পারবে অনুধাবন করতে জেলার নানা পেশার নানা মানুষের বৈচিত্রে ভরা দিকগুলো। থিয়েটারকর্মী মোশাররফ করিম নাট্যকার হয়ে উঠবার জন্য সাধনা পড়াশোনা, ত্যাগ, পরিশ্রম কোন কিছুই বাদ দিচ্ছে না। কিন্তু এই নাট্যকার হয়ে ওঠতে প্রধান অন্তরায় হয়ে ওঠছে তারই থিয়েটারের দল ধ্রুব থিয়েটারের কর্নধার ফজলুর রহমান বাবুসহ আরো অনেকে।

অপরদিকে এই জেলার আরেকজন সাহসী নারী নওশাবা রাজনৈতিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছে। থিয়েটারকর্মী মোশাররফ করিম এবং রাজনৈতিক কর্মী নওশাবার যোগাযোগের স্থান হয়ে ওঠে শহরের একটি ব্যতিক্রম লাইব্রেরীতে। এভাবেই এগিয়ে যাবে নাটকের গল্প।’

ধারাবাহিকটিতে আরো অভিনয় করেছেন, বন্যা মির্জা, তৌসিফ মাহবুব, শবনব ফারিয়া, সৈকত প্রামানিক, নীলা ইসলাম, মিলন ভট্টাচার্য, রিফাত চৌধুরী, আফরোজা হোসেন, কাজী উজ্জ্বল, পঙ্কজ মজুমদার, হিমে হাফিজ, সবুজ প্রমুখ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here