ইন্টারনেট ব্যবহারে তরুণদের উৎসাহিত করে নতুন সম্ভাবনা তৈরির উদ্যোগ নিয়েছে মোবাইল ফোন অপারেটর বাংলালিংক।
সোমবার ঢাকায় বাংলালিংকের প্রধান কার্যালয়ের টাইগারস ডেনে নতুন একটি ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। এটি উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ক্যাম্পেইনটি আইসিটি মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত।
ক্যাম্পেইনটির আওতায় ৫ মাস বাংলালিংক দেশের ২০০ টি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে অ্যাক্টিভেশন কর্মসূচি পরিচালনা করে তরুণদের ইন্টারনেট ব্যবহারে উৎসাহিত করবে। একই সঙ্গে তাদের জন্য ক্যাম্পেইনে থাকছে উপহার এবং আকর্ষণীয় ডেটা অফার।
শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্যাম্পাসসমূহে অ্যাক্টিভেশন কর্মসূচি পরিচালনাকালে প্রথমবারের মতো লিপ মোশন গেমসহ বিশেষভাবে ডিজাইনকৃত কিছু গেম উপস্থাপন করা হবে। এর ফলে ক্যাম্পেইনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দেশের খ্যাতনামা ক্রিকেটার ও বাংলালিংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসানের সঙ্গে গেম খেলার সুযোগ পাবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের চীফ এক্সিকিউটিভ অফিসার জিয়াদ শাতারা, চীফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ, সিনিয়র ডিরেক্টর তাইমুর রহমান এবং অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment