আলোচিত চিত্রনায়ক, পরিচালক, প্রযোজক অনন্ত জলিলের কাছে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন হবিগঞ্জের মাধ্যমিক স্কুলের শিক্ষক উজ্জ্বল। অনন্ত জলিলের পরিচালনায় নির্মিতব্য পরবর্তী চলচ্চিত্র ‘দ্য স্পাই’ এর কাহিনী লেখক হিসেবে নিজেকে দাবি করে সম্প্রতি তিনি এ লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। জজকোর্টের অ্যাডভোকেট মো. হাফিজুল ইসলামের মাধ্যমে অনন্ত জলিলকে এ লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।
জানা যায় ‘দ্য স্পাই’ চলচ্চিত্রের গল্প
লেখার কাজ এখনো সমাপ্ত হয়নি। অনন্ত জলিলের মূল ভাবনায় এ সিনেমার কাহিনী,
চিত্রনাট্য ও সংলাপ লিখছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কাহিনীকার
ছটকু আহম্মেদ। লিগ্যাল নোটিশ পেয়ে রীতিমত বিস্মিত অনন্ত জলিল।
এ প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ‘নোটিশ
প্রেরক আমার বা মনসুন ফিল্মের পরিচিত কেউ নন। তাছাড়া যেখানে সিনেমার গল্প
লেখা এখনো শেষই হয়নি, সেখানে একজন স্কুল শিক্ষক কীভাবে দাবি করেন এ
সিনেমার কাহিনী তার। লিগ্যাল নোটিশও পাঠান কেমন করে। বিষয়টি সম্পূর্ণ
উদ্দেশ্য প্রণোদিত। আমি ওই লিগ্যাল নোটিশের জবাব দেবো এবং নোটিশ প্রদানকারী
ব্যক্তির উদ্দেশ্য খুঁজে বের করে সে যদি তার দাবি প্রমাণ করতে না পারে
তাহলে তার বিরুদ্ধে পাল্টা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো এবং মানহানির মামলা
করবো।’
খুব শিগগিরই ‘দ্য স্পাই’ চলচ্চিত্রের জন্য
দেশব্যাপী অডিশনের মাধ্যমে ট্যালেন্টহান্ট কার্যক্রম করতে যাচ্ছেন অনন্ত
জলিলের মনসুন ফিল্মস। কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। এ
কার্যক্রমের মধ্য দিয়ে খুঁজে নেয়া ১১ জন নতুন মুখ সুযোগ পাবেন ‘দ্য
স্পাই’ চলচ্চিত্রে অভিনয় করার।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment