এসআই মাসুদ সাময়িক বরখাস্ত !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, January 16, 2016

এসআই মাসুদ সাময়িক বরখাস্ত !!!!!


মোহাম্মদপুর থানার উপ পরিদর্শক (এসআই) মাসুদ শিকদারকে সাময়িকভাবে বরখাস্ত করেছে ঢাকা মহানগর পুলিশ। বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বিকে নিরযাতনের অভিযোগের সত্যতা প্রাথমিকভাবে খুঁজে পাওয়ায় তেজগাঁও বিভাগের উপ কমিশনারের ক্ষমতাবলে তাকে বরখাস্ত করা হয়।

এর আগে রাব্বিকে নির্যাতনের ঘটনা খতিয়ে দেখতে মোহাম্মদপুর জোনের সহকারি কমিশনার কাজী ফারুক হোসেনকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

শনিবার সকালের দিকে তেজগাঁও বিভাগের উপ কমিশনার বিপ্লব কুমার সরকার এসআই মাসুদকে সাময়িকভাবে বরখাস্ত করেন। এরপর আরো তদন্তের পর চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার পক্ষ থেকে জানানো হয়েছে।

শনিবার দুপুরে গণমাধ্যম শাখার উপ কমিশনার মারুফ হোসেন সরদার  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গোলাম রাব্বিকে নির্যাতনের ঘটনা প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় এসআই মাসুদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।’

প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর আসাদগেট এলাকা থেকে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে কর্মরত গোলাম রাব্বিকে আটক করে ইয়াবা ব্যবসায়ী-সেবনকারী বানানোর ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা আদায়ের চেষ্টা করেন এসআই মাসুদ শিকদারসহ কয়েকজন পুলিশ সদস্য। এরপর তাকে গাড়িতে তুলে রাত ৩টা পর্যন্ত মোহাম্মদপুরে বিভিন্ন রাস্তা ঘুরে বেড়ান এবং মারধর করেন। এমনকি তাকে বেড়িবাঁধে নিয়ে ক্রসফায়ারে হত্যার হুমকিও দেন।

ঘটনার পরদিন রোববার সকালে এ বিষয়ে মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ করেন রাব্বি। এরপর সারাদেশে এ খবর ছড়িয়ে পড়লে আলোচিত হয় বিষয়টি। এরপর ১১ জানুয়ারি সোমবার সকালে এসআই মাসুদকে প্রত্যাহার করা হয়।

এদিকে গোলাম রাব্বিকে নির্যাতনের ঘটনার ৭দিন পার হলেও থানায় এখনও কোনো মামলা হয়নি। এমনকি ঘটনার পরদিনই রাব্বি মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ দিলেও সেটি এখনও মামলা হিসেবে রুজু করা হয়নি। মামলা প্রসঙ্গে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন মীর জানান, রাব্বির ঘটনা নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত চলছে। উপরের অনুমতি পেলে রাব্বির দেওয়া অভিযোগপত্রটি মামলা হিসেবে রুজু করা হবে।

সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here