রূপা হত্যা মামলা দ্রুত নিষ্পত্তি করা হবে: আইনমন্ত্রী - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, September 5, 2017

রূপা হত্যা মামলা দ্রুত নিষ্পত্তি করা হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, চলন্ত বাসে ধর্ষণ শেষে হত্যাকাণ্ডের শিকার শিক্ষার্থী রুপা হত্যা মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেয়া হবে। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, যখন এ মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয়া হবে, সেইখান থেকে বিচারকার্য অত্যন্ত তড়িৎ গতিতে সম্পন্ন করার জন্য সরকারি প্রসিকিউশনকে নির্দেশ দেয়া হয়েছে।

তিনি বলেন, ধর্ষকরা কত বেপরোয়া ও অমানুষ হলে এভাবে একটি মেয়েকে হত্যা করতে পারে। এ ঘটনায় জড়িত আসামিদের ধরা হয়েছে, তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এখন তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়া হবে। এই ধরনের ঘটনা যেন দেশে আর না ঘটে সে জন্যই ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন।

তিনি আরো বলেন, যেখানেই এরকম ধর্ষণের মামলা হবে এবং পুলিশের তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে সেই মামলাগুলো অত্যন্ত দ্রুততার সাথে নিষ্পত্তি করা হবে।

সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here