সাকিবের ঘূর্ণি জাদুতে ২৪০ রানে থেমে গেল জিম্বাবুয়ে !!!!! - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Saturday, October 25, 2014

সাকিবের ঘূর্ণি জাদুতে ২৪০ রানে থেমে গেল জিম্বাবুয়ে !!!!!

Responsive Ads Here

sakib.1
ছবিঃ সাকিব আল হাসান

বাংলাদেশ-জিম্বাবুয়ে তিন টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৪০ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে জিম্বাবুয়ান ব্যাটসম্যানদের প্রতিরোধের চেষ্টা ব্যর্থ হয়। ছয় উইকেট শিকার করার পাশাপাশি ইনিংসের শেষ চার উইকেটই তুলে নেন তিনি।
তবে তারপর পরপর দ্রুত দুই উইকেটের পতনে সেই প্রতিরোধ ভেঙে পড়ে। চাকাভা দলীয় ২০০ রানে আউট হন। স্কোর বোর্ডে আরও ২১ রান যোগ হতেই বিদায় নেন নাইম্বু। সফরকারীদের ষষ্ঠ উইকেটের ৫০ রানের পার্টনারশিপ ভাঙেন তিনি। তার শিকার হন ক্রেইগ আরভিন (৩৪)। রেজিস চাকাবাকেও দ্রুত ফেরান সাকিব। এর আগে শনিবার ঢাকা টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনে পরপর দুই উইকেট হারিয়ে কিছুটা বেকায়দায় পড়ে  জিম্বাবুয়ে।


পঞ্চাশতম ওভারে সাকিবের দ্বিতীয় হানার আগে ভালো খেলতে খেলতে ৪৪.৩  ওভারে এসে চতুর্থ উইকেট হারায় জিম্বাবুয়ে। ১২২ বল মোকাবেলা করে ৫১ রান করার পর জুবায়ের হোসেনের দ্বিতীয় শিকারে পরিণত হন সিকান্দার রাজা। দলীয় ১২৮ রানে মাহমুদুল্লাহ রিয়াদের হাতে ক্যাচ দেন তিনি। তৃতীয় উইকেটও আসে জুবায়েরের হাত ধরে। এদিন লাঞ্চ বিরতির পর ইনিংসের তৃতীয় বলেই বাংলাদেশকে আনন্দে ভাসান অভিষিক্ত লেগস্পিনার জুবায়ের হোসেন। জিম্বাবুয়ের ইনিংসের ৮৩ রানের সময় ব্রেন্ডন টেলরকে (২৮) তাইজুল ইসলামের হাতে ক্যাচ বানান তিনি। জুবায়েরের দুই উইকেট ছাড়া মুশফিক বাহিনীর পক্ষে বাকি দুই উইকেট নেন সাকিব আল হাসান ও শাহাদাত হোসেন।

শনিবার ঢাকা টেস্টের প্রথম দিনের লাঞ্চ বিরতিতে ৩০ ওভার ব্যাট করে দুই উইকেট হারিয়ে ৭৭ রান তোলে জিম্বাবুয়ে। তখন ৮৪ বল মোকাবেলা করে ৩৪ রান করে ব্যাট করছিলেন সিকান্দার রাজা। আর ২৪ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছিলেন ব্রেন্ডন টেলর। এর আগে এদিন বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন সাকিব আল হাসান। জিম্বাবুয়ের ইনিংসের ১২তম ওভারে হ্যামিল্টন মাসাকাদজাকে ব্যক্তিগত ১৩ রানে আউট করেন তিনি। তাইজুল ইসলামের হাতে ক্যাচ দেন মাসাকাদজা ভ্রাতাদের বড়জন। ততোক্ষণে অবশ্য স্কোরবোর্ডে জিম্বাবুয়ের নামের পাশে ৩১ রান যোগ হয়ে গিয়েছে।
অবশ্য ঢাকা টেস্টে বাংলাদেশের প্রথম সাফল্য দেশের ক্রিকেট থেকে প্রায় হারিয়ে যেতে বসা শাহাদাত হোসেনের হাত ধরে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুই দলের মধ্যেকার প্রথম টেস্টের প্রথম দিনে প্রথম ওভারেই সাফল্য পান তিনি। নিজের প্রথম ওভারের পঞ্চম বলে ভুসি সিবান্দাকে আউট করেন শাহাদাত। পাঁচ বল মোকাবেলা করে ছয় রান করে মুশফিকুর রহিমের হাতে গ্লাভসবন্দি হন সিবান্দা।
এর আগে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। এই টেস্টে বাংলাদেশের পক্ষে অভিষেক হচ্ছে স্পিনার জুবায়ের হোসেনের। আর জিম্বাবুয়ের পক্ষে তাফাদজা কামুঙ্গুজির। তাছাড়া নিষেধাজ্ঞার পর দলে ফিরেছেন সাকিব আল হাসান। খেলছেন মাহমুদুল্লাহ রিয়াদ, শাহাদাত হোসেন ও শুভাগত হোমরা।

বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল, শামসুর রহমান, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, শুভাগত হোম, তাইজুল ইসলাম, শাহাদত হোসেন, জুবায়ের হোসেন ও আল আমিন হোসেন।
জিম্বাবুয়ে স্কোয়াড: ভুসি সিবান্দা, হ্যামিল্টন মাসাকাদজা, সিকান্দার রাজা,  ব্রেন্ডন টেইলর, ক্রেইগ আরভিন, এলটন চিগম্বুরা, রেজিস চাকাবা, তিনাশে পানিয়াঙ্গারা, জন নিয়াম্বু, তেনদাই চাতারা ও তাফাদজা কামুঙ্গুজি।

No comments:

Post a Comment

Post Top Ad