রাজধানীর মিরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু !!!!! - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Friday, October 24, 2014

রাজধানীর মিরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু !!!!!

Responsive Ads Here
rohossojonok+mrittu
ছবিঃ প্রতীকী

রাজধানীর মিরপুরের উত্তর কালশি এলাকায় তানিয়া আক্তার (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন তার শ্বশুর - শাশুড়ি।

খবর পেয়ে শুক্রবার বেলা ১১ টায় মিরপুর ১১ এর ডি- নং ব্লকের উত্তর কালশির টেকের বাড়ি থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পল্লবী থানা পুলিশ।

গৃহবধূ তানিয়ার স্বামী হচ্ছেন বাহরাইন প্রবাসী। তার নাম রতন মিজি।

পল্লবী থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ফারুকুজ্জামান 
সংবাদপ্রতিদিন২৪ অনলাইন ডটকমকে  জানান, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গৃহবধূ তানিয়ার মামাতো ভাই কাওসার
সংবাদপ্রতিদিন২৪ অনলাইন ডটকমকে  জানান, ১৮ মাস আগে পারিবারিকভাবে রতন মিজির সঙ্গে তানিয়ার বিয়ে হয়। বিয়ের পরপরই বাহরাইন চলে যান রতন মিজি। তারপর থেকে শ্বশুর - শাশুড়ির সঙ্গেই টেকের বাড়িতে থাকতেন। এর মধ্যে তাকেও বাহরাইন নিয়ে যেতে ভিসা পাঠিয়ে দেন রতন।

বাহরাইন যাওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার মধ্যেই কেন আকস্মিকভাবে তানিয়া আত্মহত্যা করলেন- এ নিয়ে বিস্ময় প্রকাশ করলেন কাওসার। তিনি বলেন, তাকে হয়তো বাহরাইন যেতে বাধা দেওয়া হচ্ছিল। তবে তদন্ত শেষেই আসল কথা জানা যাবে।

No comments:

Post a Comment

Post Top Ad