ওয়ালটন নিয়ে আসতেছে উন্নত ডিসপ্লের ‘প্রিমো এস থ্রি’ !!!!! - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Monday, October 27, 2014

ওয়ালটন নিয়ে আসতেছে উন্নত ডিসপ্লের ‘প্রিমো এস থ্রি’ !!!!!

Responsive Ads Here

Walton-Primo-S3
ছবিঃ প্রিমো এস থ্রি

বাজারে আসছে ওয়ালটনের নতুন মডেলের সেট 'প্রিমো এস থ্রি'। নভেম্বরের প্রথম সপ্তাহেই বাজারে আসবে সেটটি।

১.৭ গিগাহার্টজ প্রসেসর, ২ জিবি র‌্যাম, ১৬ জিবি রম এবং ৫ ইঞ্চি হাইডেফিনিশন ডিসপ্লে থাকছে ওয়ালটনের প্রিমো এস থ্রি’তে। ১৪২ মি.মিটার পুরুত্ব এবং ১২৪ গ্রাম ওজনের এই ডিভাইসে রয়েছে IPS  প্রযুক্তির OGS  ডিসপ্লে।

এছাড়াও স্ক্রিন প্রটেক্টর হিসেবে ব্যবহৃত হয়েছে দ্বিতীয় প্রজন্মের করনিং গরিলা গ্লাস। ফলে এই সেটের ডিসপ্লেতে সহজে ক্র্যাচ পড়বে না। এতে থাকছে বিএসআই সেন্সর, ৮ মেগাপিক্সেলের অটোফোকাস রিয়ার ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ডুয়েল সিমের দুটিতেই থাকছে ৩জি ব্যবহারের সুযোগ।

ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সুবিধা ছাড়াও প্রিমো এস-থ্রিতে থাকছে ব্লু  টুথ, মাইক্রো ইউএসবি এবং ওটিজি (পাওয়া যাবে সব ধরনের ইউএসবি কানেকশন)। ২০০০ মিলি এম্পিয়ার ক্ষমতা সম্পন্ন লিথিয়াম আয়ন ব্যাটারি দেবে অধিক সময় চার্জের নিশ্চয়তা।

সাধারন সেন্সরের পাশাপাশি প্রিমো এস থ্রি হ্যান্ডসেটে যুক্ত হয়েছে হয়েছে সেন্সর। যা স্মার্টকাভার ব্যবহারে নতুনত্ব সৃষ্টি করবে। এর অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৪.৪.২। এর বাজারমূল্য ১৭ হাজার টাকার মধ্যেই থাকবে বলে জানিয়েছে ওয়ালটন কর্তৃপক্ষ।

No comments:

Post a Comment

Post Top Ad