ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত স্থায়ীভাবে বাতিলের দাবিতে মঙ্গলবার সকাল ১১টা থেকে গণস্বাক্ষর কর্মসূচি চালাবে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
সোমবার দুপুরে ঢাবির মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ কর্মসূচির কথা জানান।
সংবাদ সম্মেলনে তারা জানান, বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সড়কদ্বীপে অবস্থান করে তারা এ স্বাক্ষর কর্মসূচি চালাবে। একই সঙ্গে অভিভাবকদের মতামত প্রদান কর্মসূচিও পালন করবে। এছাড়া আগামী ৩ নভেম্বর রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী সালমান খান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘ঢাবি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে তা সম্পূর্ণ অযৌক্তিক।’
তিনি বলেন, ‘বিশ্বের সব দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন সেশনে ভর্তি করা হয়। অথচ আমাদের দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে সেখানে মাত্র একবার ভর্তি পরীক্ষা দেয়ার পদ্ধতি চালু করছে। আমরা এর সম্পূর্ণ বিরোধীতা করছি।’
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সুমন মিয়া (কবি নজরুল কলেজ), রোকেয়া রুমানা পিংকি (হলিক্রস কলেজ), স্বর্ণালী আহম্মেদসহ ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর ভর্তি কমিটির এক সভা শেষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বাতিলের সিদ্ধান্ত নেয় ঢাবি কর্তৃপক্ষ। এর পরপরই জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও ভর্তি পরীক্ষা পদ্ধতি একবার করা হয়। তারপর থেকেই ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিভিন্ন মিছিল মিটিং ও সমাবেশ করে যাচ্ছে।
No comments:
Post a Comment