বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে নিরাপত্তা সহযোগিতা, দণ্ডিত বন্দী বিনিময় এবং ঢাকায় আরব আমিরাতের দূতাবাস নির্মাণে জমি হস্তান্তর সংক্রান্ত তিনটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সোমবার বিকেলে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমিরাতের প্রধানমন্ত্রী, ভাইস প্রেসিডেন্ট এবং দুবাইয়ের প্রশাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের মধ্যে বৈঠক শেষে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
প্রথম দুটি চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আরব আমিরাতের অভ্যন্তরীণমন্ত্রী সাইফ বিন জায়েদ আল নাহিয়ান। অপর চুক্তিটি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও সেদেশের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লা বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে স্বাক্ষরিত হয়।
বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করতেও সম্মত হয়েছেন দুদেশের নেতারা।
No comments:
Post a Comment