এয়ারটেলের ‘ভ্যালু ফর মানি’ অফার !!!!! - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Friday, December 19, 2014

এয়ারটেলের ‘ভ্যালু ফর মানি’ অফার !!!!!

Responsive Ads Here

airtel+logo.1
টেলিকম অপারেটর এয়ারটেল নিয়ে এসেছে ভ্যালু ফর মানি মোবাইল ডাটা প্ল্যান। এই নতুন ডাটা প্ল্যান পোস্টপেইড এবং প্রিপেইড উভয় শ্রেণীর গ্রাহকদের জন্য প্রযোজ্য।

দেশের গ্রাহকদের সর্বোচ্চ মানের মোবাইল ডাটা সেবা দেয়ার জন্য প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহকদের জন্য এয়ারটেল নিয়ে এসেছে আরো উন্নত ডাটা পোর্টফোলিও। এর মাধ্যমে এয়ারটেল গ্রাহকরা আরো বেশি স্পিড, আরো বেশি মেয়াদ এবং বাড়তি ডাটা পাবেন।

এয়ারটেল প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহকরা এখন একমাস মেয়াদে ১ জিবি এবং ২ জিবি ডাটা পাবেন মাত্র ১৯৯ টাকা এবং ৩৫০ টাকায়। ডাটাগুলো প্যাক টুজি এবং থ্রিজিতেও ব্যবহার করা যাবে। অবিরাম ফেসবুক ব্যবহারকারীরা ১২০ এমবি ফেসবুক প্যাক ব্যবহার করতে পারবেন মাত্র ১০ টাকায়, ৩ দিনের মেয়াদসহ। এয়ারটেলের নেটওয়ার্কে গ্রাহকরা পাবেন সর্বোচ্চ গতি কারণ এতে কোন স্পিড লিমিট নেই।

যে কোন এয়ারটেল থ্রিজি প্ল্যান ইউএসএসডি অথবা এসএমএস এর মাধ্যমে কেনার সাথে সাথে এয়ারটেল থ্রিজি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। 

No comments:

Post a Comment

Post Top Ad