ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে ফের বিক্ষোভ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। দু’শতাধিক শিক্ষার্থী এ বিক্ষোভে অংশ নিয়েছেন।
শুক্রবার দুপুর ২টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাজু ভাস্কর্য়ের সামনে এ বিক্ষোভ শুরু হয়।
বিক্ষোভ শুরুর পরই শিক্ষার্থীরা মিছিল বের করেন। মিছিলটি উপাচার্য়ের কার্যালয়ের সামনে গিয়ে কয়েক মিনিট বিক্ষোভ প্রদর্শন করে। পরে উপাচার্য়ের বাসার সামনে গিয়েও বিক্ষোভ করেন তারা। এর পর মিছিলটি ফের রাজু ভাস্কর্যের সামনে ফিরে আসে।
সেখানে এখনো বিক্ষোভ প্রদর্শন চলছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা বক্তব্য দিচ্ছেন।
আন্দোলনকারী শিক্ষার্থী সালমান বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অন্যায় সিদ্ধান্ত আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আরেকবার সুযোগ দেয়া হোক।’
দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে জানান তিনি।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment