কিছুদিন পরেই অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডে শুরু হবে বিশ্বকাপ ক্রিকেট। এই আসরকে সামনে রেখে ক্রিকেট খেলার প্রতি দিনের পর দিন মোশাররফ করিমের আগ্রহ বাড়ছে। সংসারের কোনো কিছুর প্রতিই তার কোনো আগ্রহ নেই। কারণ এক বন্ধু নিজেকে সাকিব আল হাসানের বাল্যবন্ধু পরিচয় দিয়েছে। তাই ক্রিকেট খেলতে নেমে পড়েন মোশাররফ। কিন্তু ধারাবাহিকভাবে এলবিডব্লিউ হয়ে ম্যাচ পরাজয়ের ভিলেন হয়ে যাচ্ছেন তিনি।
বাস্তবে নয়, একটি নাটকে দেখা যাবে এসব দৃশ্য। নাম ‘এলবিডব্লিউ’। লিখেছেন তির্থক আহসান রুবেল, পরিচালনা করেছেন আশিক ইব্রাহীম।
নাটকটিতে মোশাররফের সহশিল্পীরা হলেন শখ, বীথি রানী সরকার, কচি খন্দকার, সোহেল খান, তমাল প্রমুখ। এ ছাড়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় ও মুক্তিযোদ্ধা রকিবুল হাসান এবং ক্রীড়া সাংবাদিক ফয়সাল তিতুমীরকে দেখা যাবে অতিথি চরিত্রে। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে এর দৃশ্যধারণ শুরু হয়েছে।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment