রাজের নতুন ধারাবাহিক ‘দোস্ত দুশমন’ !!!!! - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Thursday, December 18, 2014

রাজের নতুন ধারাবাহিক ‘দোস্ত দুশমন’ !!!!!

Responsive Ads Here

raz.1

raz.2
নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নির্মাণ হচ্ছে নতুন ধারাবাহিক ‘দোস্ত দুশমন’। নাটকটির প্রথম ধাপের শুটিং শেষ হয়েছে সম্প্রতি।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, অ্যালেন শুভ্র, কাজী আসিফ, শবনম ফারিয়া, তৌসিফ মাহবুব, সোনিয়া হোসেন, তাসনুভা তিশা, জয়শ্রী কর জয়া, ফারুক আহমেদ, ডা. এজাজুল ইসলাম, বন্যা মির্জা, সাজু খাদেম, শামীমা নাজনীন, ডিকন নূর, এবি রোকন, বাবুল ইসলাম প্রমুখ।

রাজ বলেন, ‘এই ধারাবাহিকটির গল্প, ‘বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তিন জোড়া তরুণ-তরুণীকে ঘিরে এগিয়ে যাবে। তারা একে অপরের দোস্ত বা বন্ধু। পরিস্থিতির কারণে তারা একে অপরের দুশমন হয়ে যায়। বন্ধুত্ব, শত্রুতা, হাসি-কান্না, আনন্দ-বেদনার পাশাপাশি হালের ফেসবুক, হোয়াটসআপ, বাইবার, টুইটার উন্মাদনাও তুলে ধরেছি এ নাটকে।’

সাউথইস্ট ইউনিভার্সিটি, নিকেতনের রাজমহল ও ঢাকার বিভিন্ন সড়কে ধারাবাহিকটির শুটিং হয়েছে। মাছরাঙা টিভিতে আগামী মাস থেকে সপ্তাহে দুই দিন প্রচার হবে এ ধারাবাহিকটি।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। 

No comments:

Post a Comment

Post Top Ad