‘নাস্তিক-মুরতাদদের বিরুদ্ধে সংসদে কঠোর আইন পাসের দাবি’ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মওলানা ইউসুফ আশরাফ।
শুক্রবার সকাল ৯টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের ‘২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলন-২০১৪’ উপলক্ষে ঢাকা মহানগর আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
ইউসুফ আশরাফ বলেন, ‘বাংলাদেশের ৯০ ভাগ মোসলমান। তাই এদেশের মাটিতে কোনো নাস্তিক মুরতাদদের ঠাঁই হতে পারে না। সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ধর্ম নিয়ে যে ধরনের ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়েছেন আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’
তেল, গ্যাস, বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়ে সরকারের কঠোর সমালোচনা করে এ নায়েবে আমির বলেন, ‘দুর্নীতি বন্ধ করুন তাহলে বিদ্যুৎ, তেল ও গ্যাসের দাম বৃদ্ধি করতে হবে না। শুধুমাত্র দুর্নীতি বন্ধ করলে বিদ্যুতের দাম ইউনিট প্রতি ২টাকা হলেও সরকার লাভবান হবে।’
‘লতিফ সিদ্দিকীকে নিয়ে সরকার নাটক করছেন’ উল্লেখ করে সংগঠনের মহাসচিব মওলানা মাহফুজুল হক বলেন, ‘সরকার যদি এই নাটক বন্ধ না করে তাহলে এই নাটকের মধ্য দিয়েই তাদের (সরকারের) পতন ত্বরান্বিত হবে।’
‘সরকার বিদ্যুৎ, তেল ও গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে না আসলে গণবিস্ফোরণ ঘটবে’ বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন মাহফুজুল হক।
বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগর সভাপতি মাওলানা এনামুল হক নূরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক মূসার পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মওলানা জালাল উদ্দিন, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাও. আবু সাইদ নোমান, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মওলানা আজিজুর রহমান হেলাল, মহানগরীর সহ-সভাপতি শাহাবুদ্দিন, মাওলানা নেয়ামতুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক রুহুল আমীন ইউসুফ, মাওলানা আবদুল মুমিন, মাওলানা আতিকুল্লাহ, নূর মুহাম্মদ আজিজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজওয়ান হোসাইন, মাওলানা আমীর আহমদ প্রমুখ।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment