অ্যাথলেট হিসেবে মাইক্রো ব্লগিং সাইট টুইটারে সবচেয়ে বেশি জনপ্রিয় রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সামাজিক সেই বলয়ে তিন কোটিরও বেশি (৩১.৬ মিলিয়ন) অনুসারী রয়েছে ফিফা বর্ষসেরা ফুটবলারের। এরপর তালিকার দুই নম্বরে আছেন ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার কাকা। ২১.৫ মিলিয়ন অনুসারী সাবেক এসি মিলান কিংবদন্তির।
কিন্তু অবাক করার মতো বিষয় যে আলোচিত সেরা দশ অ্যাথলেটের মধ্যে নাম নেই বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসির। রোনালদো কাকার পর টেবিলের তিন নম্বরে আছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমস। মিয়ামি হিটসের পক্ষে খেলা এই তারকার টুইটার অনুসারীর সংখ্যা ১৬.৬ মিলিয়ন।
এরপর তালিকার বাকি দশ অ্যাথলেট হলেন- বার্সেলোনার ব্রাজিল জাত ফরোয়ার্ড নেইমার জুনিয়র। তালিকার চার নম্বরে থাকা সেলেসাও তারকার অনুসারী ১৫.৫ মিলিয়ন। পাঁচ নম্বরে থাকা রোনালদিনহোর অনুসারী সংখ্যা ১১.১ মিলিয়ন। টেবিলের বাকি পাঁচ তারকা হলেন- ইংল্যান্ডের ওয়েন রুনি, স্পেন ও বার্সেলোনার আন্দ্রেস ইনিয়েস্তা, জেরার্ড পিকে, কেভিন ডুরন্ট ও জাভি আলোনসো।
ক্লাব হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত নাম ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর যথাক্রমে আর্সেনাল, লিভারপুল, চেলসি ও ম্যানচেস্টার সিটি। অন্যদিকে গেল গ্রীষ্মে রিটুইট পাওয়া সবচেয়ে আলোচিত অ্যাথলেট হলেন লিভারপুলের ইতালিয়ান স্ট্রাইকার মারিও বালোতেল্লি। আজ্জুরি তারকা গেল বিশ্বকাপের সময় বলেছিলেন, আমরা যদি কোস্টারিকাকে হারাতে পারি তাহলে রানির গালে চুমু খেতে চাই আমি।’ ‘ব্যাড বয়ে’র এই টুইটে ১ লাখ ৭২ হাজার রিটুইট পড়েছিল।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment