জামায়াত নেতা আবদুল কাদের মোল্লাকে যথাযথ আইনি সুযোগ দেয়া হয়নি অভিযোগ করে তাকে ফাঁসির নামে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন তার বড় ছেলে হাসান জামিল। ফাঁসি কার্যকরের এক বছর পরও পরিবারের পক্ষ থেকে এমন প্রতিক্রিয়া জানানো হলো।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সুপ্রিমকোর্ট বার ভবনের শহীদ শফিউর রহমান হলে কাদের মোল্লার পরিবারের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিক্রিয়া জানান হাসান জামিল।
সংবাদ সম্মেললে লিখিত বক্তব্যে হাসান জামিল বলেন, ‘ফাঁসি কার্যকরের নামে সরকার তাকে হত্যা করেছে। বাবা আইনজীবীদের রিভিউ করার কথা বলছিলেন। বাবার নির্দেশনা মোতাবেক আইনজীবীরা প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু সরকার তা করতে দেয়নি।’
তিনি বলেন, ‘আমার বাবার ফাঁসি কার্যকর বন্ধের জন্য জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়নসহ অনেকে সরকারকে বলেছে। কিন্তু সরকার তাতে কর্ণপাত না করে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির নামে তাকে অন্যায়ভাবে হত্যা করেছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কাদের মোল্লার স্ত্রী সানোয়ার জাহান, আইনজীবী অ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহমেদ খান, সাইফুর রহমান, আসাদ উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, গত বছরের ১১ ডিসেম্বর রাত ১০টায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment