ফরিদপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্বাস্থ্যকর্মী নিহত - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Friday, December 18, 2020

ফরিদপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্বাস্থ্যকর্মী নিহত

Responsive Ads Here

Madaripur2
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদরের কোমরপুর বাহিরদিয়া সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই স্বাস্থ্যকর্মীর নাম নাজির আহমেদ (৪৯)। তিনি ফরিদপুর সদরের ডিক্রিরচর ইউনিয়নের ডিক্রিরচর গ্রামের মৃত জব্বার উদ্দিনের ছেলে। তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্যাথলজি বিভাগে চতুর্থ শ্রেণির কর্মচারি হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) মো. শাহীন বলেন, ‘নাজির আহমেদ সড়ক পার হচ্ছিলেন। তখন ঝিনাইদহ থেকে ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।’

সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোন লেখা বা ছবি এবং ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ

No comments:

Post a Comment

Post Top Ad