বিএনপির মিছিলে পুলিশের বাধা - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Saturday, December 27, 2014

বিএনপির মিছিলে পুলিশের বাধা

Responsive Ads Here
.com/blogger_img_proxy/
বরিশাল: বরিশালে বিএনপির মিছিলে পুলিশ বাধা দিয়েছে।
শনিবার বেলা সোয়া ১২টার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে সমাবেশ শেষে নেতাকর্মীরা মিছিল বের করতে চাইলে বাধার মুখে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টার দিকে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অশ্বিনী কুমার টাউন হলের সামনে সমাবেশ করে বিএনপি নেতাকর্মীরা।
এতে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বরিশাল মহানগরের সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা দক্ষিণ বিএনপির সভাপতি এবায়দুল হক চান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, জেলা উত্তর বিএনপির সভাপতি সাবেক সাংসদ মেজবাহ উদ্দিন ফরহাদ ও মহানগর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার।
সমাবেশ শেষে অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ বেড়িকেট দিয়ে আটকে রাখে। এসময় নেতাকর্মীরা আওয়ামী লীগ সরকারবিরোধী নানা শ্লোগান দেয়।
মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার অভিযোগ করে বলেন, নেতাকর্মীরা শান্তিপূর্ণ মিছিল বের করতে চাইলে পুলিশ অহেতুক বাধা দেয়।
এ প্রসঙ্গে বরিশার মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখায়াত হোসেন বলেন, ‘শুক্রবার মিছিল করার নামে বিএনপি বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর চালিয়েছে। ওই ঘটনায় বিএনপির নেতাকর্মীকেও আটক করা হয়েছে। যে কারণে তাদের শনিবারে মিছিল বের করতে দেয়া হয়নি।

No comments:

Post a Comment

Post Top Ad